সিরাজগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং আপনাদের লেখনিতে বিভিন্ন অনিয়ম দূণীতির প্রকাশ হয়। সিরাজগঞ্জ জেলাকে রুপসী জেলা হিসেবে গড়ে তোলা হবে। এক্ষেত্রে সবাইকে ধৈর্য ধারণ ও সহযোগীতা করতে হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরে তিনি আরো বলেন, জুলাই- আগস্টের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এ নতুন বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। জেলার বিভিন্ন স্থানের অনিয়ম, দূর্ণীতি ও অব্যবস্থাপনার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে এবং আপনাদের তথ্য প্রদান সংক্রান্ত বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ও অনান্য কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।